বর্তমান সময়ে কুরবানির পশু খামার থেকে ক্রয় করার বিষয়টি বেশ ব্যাপকতা পেয়েছে। যা মানুষের জন্য কুরবানির পশু ক্রয়-বিক্রয় সহজ করেছে। তবে সেই সাথে চুক্তির শরীয়াহ ফ্রেমওয়ার্কের দিক থেকে কিছুটা নতুনত্বের সম্মুখিন করেছে। একজন মুসলিম হিসাবে যেকোন লেনদেনে জড়ানোর পূর্বে তার শরীয়াহ গাইডলাইন ফলো করা আমাদের কর্তব্য। সেই প্রেরণা থেকেই ‘খামার থেকে পশু ক্রয়-বিক্রয়ের শরীয়াহ গাইডলাই’টি প্রস্তুত করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল নেক আমলকে কবুল করুন।