সরকারি (সভেরিন) সুকুক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী (CIES)-এর পরিচালক ড. মুফতী ইউসুফ সুলতান হাফি.। এরপর তার উপর মতামত, আলোচনা ও পর্যালোচনা পেশ করেন উপস্থিত শরীয়াহ বিশ্লেষক ও মুফতীগণ।
এরপর সামাজিক ব্যবসা ও তার ইসলামিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। এ বিষয়ে বিশদ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন মুফতী আব্দুল্লাহ মাসুম হাফি.। উক্ত প্রবন্ধে প্রচলিত সামাজিক ব্যবসার বিকল্প হিসাবে ইসলামী অর্থনীতিতে সামাজিক ব্যবসার রূপরেখা তুলে ধরা হয়। উপস্থিত মুফতীগণ এর উপর আলোচনা পর্যালোচনা করেন এবং দেশে সামাজিক ব্যবসার ইসলামী বিকল্প প্রসারের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত ফিকহী মজলিসে আরো উপস্থিত ছিলেন মুফতী শাহেদ রহমানী, মুফতী আতীকুর রহমান খান, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী মুহাম্মদ উল্লাহ, মুফতী আব্দুল মালেক, মুফতী আরিফুল ইসলাম, মুফতী লোকমান হাসানসহ দেশের স্বনামধন্য বিভিন্ন ফতোয়া বিভাগের দায়িত্বশীল বিজ্ঞ মুফতিয়ানে কেরাম।
