Dark Blue Photo Happy Eid Al-Fitr Facebook Cover

সাদাকাতুল ফিতর; তাৎপর্য ও প্রয়োজনীয় মাসায়েল

ঈদুল ফিতর সমাগত। ফিতরের আনন্দে আনন্দিত হবে বিশ্ব মুসলিম। ঈদের এই আনন্দকে ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে শরীয়াহ কতৃক নির্ধারিত নেসাবের মালিক প্রত্যেক নর নারীর উপর আরোপিত হয়েছে সদকাতুল ফিতরের বিধান।

সদকাতুল ফিতরের তাৎপর্য :
বিশিষ্ট্য সাহাবী ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের বিধান দিয়েছেন দুইটি উদ্দেশ্যে :
১/ রোজাদারের জন্য রমজান মাসে ঘটে যাওয়া যাবতীয় ত্রুটি ও পাপ থেকে পবিত্রতা স্বরূপ।
২/ গরিব-অসহায়দের জন্য আহার হিসাবে (যেনো তারাও ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে)। -সুনানে আবু দাউদ, হাদীস নং ১৬১০

সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব :
▪ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় শরীয়াহ কতৃক নির্ধারিত নেসাবের মালিক প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক, সুস্থ নর নারীর উপর সদকাতুল ফিতর ওয়াজিব।
▪ সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক ও পাগল সন্তানের পক্ষ থেকে।

সদকাতুল ফিতরের নেসাব :
▪ স্বর্ণ সাড়ে সাত ভরি (৮৭.৪৮ গ্রাম) থাকা
▪ অথবা রূপা সাড়ে বায়ান্ন ভরি (৬১২.৩৬ গ্রাম) থাকা
▪ কিংবা সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য (যা বর্তমানে ৮৬-৯০ হাজার টাকা) সমপরিমাণ স্বর্ণ/রূপা/নগদ ক্যাশ/ব্যবাসয়িক পণ্য/প্রয়োজন অতিরিক্ত সামগ্রী থাকা

প্রয়োজন অতিরিক্ত সামগ্রী বলতে বুঝায়,
▪ পোষাক-পরিচ্ছদ। যা বছরে একবারও পরা হয় না।
▪ টেলিভিশন ও অন্যান্য অবৈধ ইলেক্ট্রিক ডিভাইস
▪ সৌখিন আসবাবপত্র। যেমন একুরিয়াম, পোষা পাখি।
▪ অতিরিক্ত বাসন-কোষণ, ডেগ পাতিল
▪ বসবাসের প্রয়োজনের অতিরিক্ত ঘর-বাড়ি।
▪ জীবন ধারনের প্রয়োজনের অতিরিক্ত জমি-জমা ইত্যাদি।

সদকাতুল ফিতরের পরিমাণ :
▪ খেজুর, কিসমিস, যব ও পনির : ১ সা’ (৩ কেজি ৩০০গ্রা.)
▪ গম : অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম)
▪ এবছরের ফিতরার জন্য ইসলামিক ফাউন্ডেশন কতৃক নির্ধারিত মূল্য হল : গম ১১০ টাকা, যব: ৫৩০, কিসমিস: ১৯৮০, খেজুর: ২৩১০, পনির: ২৮০৫

সদকাতুল ফিতর কখন আদায় করবো?
▪ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা মুস্তাহাব।
▪ তবে দরিদ্র লোকদের প্রয়োজন বিবেচনা করে পূর্বেও আদায় করা যাবে। ইবনে উমর রা. এক দুইদিন আগেও আদায় করতেন।

লিখেছেন : 
মুফতী মুহাম্মদ সানাউল্লাহ
ফতোয়া বিভাগ, মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী
তারিখ : ০৩/২৮/২০২৫

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top