বর্তমান সময়ে বিশ্বময় অন্যতম আলোচিত ইসলামিক ফাইন্যান্স প্রোডাক্টসমূহের একটি হল ‘সুকুক’, যা মূলত ইসলামী শরিয়াহর আলোকে গঠিত সমমূল্যের বিনিয়োগ সার্টিফিকেট। এটি তারল্য ব্যবস্থাপনা, বাজেট ঘাটতি মোকাবিলা এবং অবকাঠামো উন্নয়নের জন্য একটি টেকসই বিকল্প হিসেবে বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। সুকুক এখন মুসলিম এবং অমুসলিম উভয় দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের সরকারও সুকুক ইস্যুর মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ সরকার কর্তৃক সুকুক ইস্যুর সূচনা থেকেই এতে নানান ধরনের শরীয়াহ ত্রুটি ও আপত্তি বিজ্ঞ মহলের সামনে আসে। বাংলাদেশ সরকারের পক্ষে সুকুকের ব্যবস্থাপনায় নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ (Islamic Securities Section, Debt Management Department, Bangladesh Bank) সুকুকের কাঠামো ও নীতিগত মান উন্নয়নে বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে তা সত্ত্বেও সুকুক গভর্নেন্স ও শরিয়াহ-উভয় ক্ষেত্রে এখনও বেশ কিছু দুর্বলতা রয়ে গিয়েছে।
এ বিষয়ে দীর্ঘ গবেষণাপত্র প্রস্তুত করা হয়েছে মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর ইসলামী অর্থনীতি ও ফতোয়া বিভাগ থেকে। যেখানে বিদ্যমান সুকুকের গভর্নেন্স ও শরীয়াহ উভয় দিক থেকে আপত্তিগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং তার শরীয়াহ সমাধান ও বেশ কিছু উন্নয়নমূলক প্রস্তাবনা পেশ করা হয়েছে।
সম্প্রতি মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী তা নিয়ে একটি ফিকহী মজলিসেরও আয়োজন করেছে। যাতে দেশের গণ্যমান্য মুফতিয়ানে কেরাম উপস্থিত ছিলেন।
আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ২৬ আগস্ট ২০২৫ তা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের ডিরেক্টর জনাব ইস্তেকমাল হোসেন সাহেবের হাতে তা পৌঁছে দেন মুফতী আহসানুল ইসলাম ও মুফতী মুহাম্মদ সানাউল্লাহ। তিনি আমাদের শরীয়াহ মন্তব্য এবং প্রস্তাবনাগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে নেন। খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের কাজগুলোকে সার্থক করুন, দ্বীনের জন্য কবুল করুন।
আমাদের উক্ত কার্যক্রমটির মিডিয়া কভারেজ করেছে নয়া দিগন্ত, সময় নিউজ, আওয়ার ইসলামসহ বেশ কিছু গণমাধ্যম। নিম্নে তার লিংক প্রদান করা হলো-
নয়া দিগন্ত – https://dailynayadiganta.com/economy/Ocdj9LFSeTBG


সময়ের আলো – https://www.shomoyeralo.com/news/324356

আওয়ার ইসলাম – https://www.ourislam24.com/others/article/64347

৩৬ নিউজ – https://36news24.com/106541/

তালাশ বিডি – https://talashbd.com/news/1090931579

মাদানী24 – https://www.facebook.com/share/p/19nrxiUFcF/