Brown Gray Pillars Of Islam Youtube Thumbnail (3)

ড. ওয়াহবাহ আয-যুহাইলী

ড. ওয়াহবাহ ইবনে মুস্তাফা আয-যুহাইলী ফিকহে ইসলামীর সকল শাখায় বিচরণকারী অনন্য একজন ইসলামী স্কলার ও গবেষক আলেম ছিলেন। তিনি ১৯৩২ সালে সিরিয়ার দেইর আতিয়্যাহ নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা দেইর আতিয়্যাহতেই সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষা লাভ করেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামিয়া দামেস্ক থেকে।

১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মিশরের জামিয়া আযহারে। সেখান থেকে ১৯৫৬ সালে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং ১৯৫৭ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি (LICENCE) অর্জন করেন। ১৯৫৯ সালে কায়রো বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন অনুষদের শরিয়াহ ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি (ডিপ্লোমা) অর্জন করেন। অবশেষে ১৯৬৩ সনে ডক্টরেট ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষা জীবনের ইতি টানেন।

সে বছরই অর্থাৎ ১৯৬৩ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্তির মাধ্যমে কর্মজীবন সূচনা করেন। তিনি একাধারে শিক্ষক, লেখক ও গবেষক ছিলেন। লিবিয়া, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। দামেস্ক বিশ্ববিদ্যালয়, লেবাননের ইমাম আওজাই কলেজ এবং খার্তুমে ৭০টিরও বেশি মাস্টার্স ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন। ১৯৬০-এর দশকের শেষ দিকে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের পাঠ্যক্রম এবং সংযুক্ত আরব আমিরাতের শরিয়া ও আইন অনুষদের শরিয়া বিভাগের পাঠ্যক্রম প্রণয়ন করেন। ১৯৯৯ সালে সিরিয়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম প্রণয়নে অংশগ্রহণ করেন।

তিনি আন্তর্জাতিক ফিকহ ফোরাম মাজমাউল ফিকহিল ইসলামী, জেদ্দা ও মক্কার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এমনিভাবে ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ারও সদস্য ছিলেন। 

তিনি ফিকহ, উসূলে ফিকহ এবং ‘আল ফিকহুল মুকারান’ এ বিশেষ পারদর্শী ও বিশেষজ্ঞ ছিলেন। তার রচিত ‘আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু’ কিতাবটি সর্ব মহলে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়া ইসলামী অর্থনীতিতেও তিনি রচনা ও গবেষণার মাধ্যমে অবদান রেখেছেন। তার রচিত গ্রন্থাবলির মাঝে অন্যমত হলো : 

  • আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু
  • আল মুআমালাতুল মালিয়্যাহ আল মুআসারাহ
  • নাযরিয়্যাতুয যামান
  • আল মাসারিফুল ইসলামিয়্যাহ
  • Financial Transactions in Islamic Jurisprudence

তিনি ৮ ই আগস্ট ২০১৫ সিরিয়ার রাজধানী দামেস্কে ইন্তিকাল করেন। আল্লাহ তাআলা তার কবরকে আপন রহমতে সুশীতল রাখুন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top