Brown Gray Pillars Of Islam Youtube Thumbnail (2)

ড. ইউসুফ আল কারযাবী

ড. ইউসুফ আব্দুল্লাহ আল কারযাবী আধুনা বিশ্বের অন্যতম ইসলামী স্কলার ছিলেন। তিনি International Union of Muslim Scholars (IUMS) এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। 

১৯২৬ সালের ৯ ই সেপ্টেম্বর মিশরে একটি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র দুই বছর বয়সে তিনি পিতাকে হারান। পিতার মৃত্যুর পর চাচার কাছে পালিত হন ও বেড়ে উঠেন। অত্যন্ত ধী শক্তি সম্পন্ন ছিলেন। ফলে নয় বছর বয়সেই তিনি পুরো কুরআন হিফজ সম্পন্ন করেন।

এরপর তিনি মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং মাধ্যমিক স্তর সম্পন্ন করেন। সেখান থেকেই তিনি ১৯৫৩ সালে “আলিমিয়্যাহ” ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, ১৯৬০ সালে আল-আযহারের উসূলুদ্দীন অনুষদ থেকে কুরআন ও সুন্নাহ বিভাগে স্নাতকোত্তর সমমানের প্রাথমিক উচ্চতর গবেষণা ডিগ্রি অর্জন করেন এবং সবশেষ ১৯৭৩ সালে একই অনুষদ থেকে الزكاة وأثرها في حل المشاكل الاجتماعية বিষয়ে গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্ম জীবনে তিনি নিজের পেশা হিসাবে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। ১৯৬০ সালে তিনি কাতারে চলে যান এবং সেখানে নাগরিকত্ব লাভ করেন। সেখানে একটি উচ্চ মাধ্যমিক দ্বীনি প্রতিষ্ঠানে পরিচালক হিসাবে কর্ম জীবন শুরু করেন। এরপর ১৯৭৭ সালে কাতার বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ১৯৯০ পর্যন্ত তিনি এই পদে নিয়োজিত ছিলেন। 

তিনি আন্তর্জাতিক ফিকহ ফোরাম The European Council For Fatwa and Research এর প্রধান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর সাথে সম্পৃক্ত ছিলেন। মুসলিম ব্রাদারহুডের অন্যতম নেতা ও পরামর্শক ছিলেন। 

তিনি একজন প্রথিতযশা লেখক এবং গবেষক ছিলেন। আধুনিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন। তার লিখিত গ্রন্থ ও গবেষণাকর্ম ১৭০ এর অধিক।  

ইসলামী অর্থনীতিতে তিনি গবেষণার মাধ্যমে ব্যাপক অবদান রেখেছেন। এ বিষয়ে তার উল্লেখযোগ্য গবেষণাগুলো হলো-

  • আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম
  • ফিকহুয যাকাত
  • আত তাকাফুলুল ইজতিমায়ি ফি যাওইশ শারিয়াতিল ইসলামিয়া
  • আল কাওয়ায়িদুল হাকিমাহ লি ফিকহিল মুআমালাত
  • মাকাসিদুশ শারিয়া আল মুতাআল্লিকা বিল মাল

এই মহান মনীষী ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর কাতারে ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন। আল্লাহ তাকে আপন রহমতের চাদরে আবৃত করুন। 

 

লিখেছেন : মুহাম্মদ সানাউল্লাহ (CSAA)
তারিখ : ৩০/১১/২৪ ইং

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top